খেলাধুলা ২৪ অক্টোবর, ২০২২ ০৭:৩৯

বৃষ্টিতে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির কারণে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। যার ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো প্রোটিয়াদের। শুরুতেই বৃষ্টির বাগড়াতে ম্যাচ শুরু হতে দেরি হয় এবং ৯ ওভার কমিয়ে খেলা শুরু হয়।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ৮০ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন কুইন্টন ডি কক। প্রথম ওভারে তিনি তোলেন ২২ রান। এরপর আবার বৃষ্টি নামলে লক্ষ্য ৭ ওভারে নির্ধারিত হয় ৬৪ রান।

দুই প্রোটিয়া ওপেনার ডি কক ও টেম্বা বাভুমা মাত্র ৩ ওভারে দলের ৫০ রান পূর্ণ করেন। দলের ৫১ রানের মধ্যে ডি কক একাই ১৮ বলে ৪৭ রান করেন। টেম্বা ২৭ বলে ৪ রান করেন। এরপর বৃষ্টির কারণে আবার খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি না থামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে নিশ্চিত জিততে যাওয়া প্রোটিয়াদের মাঠ ছাড়তে হয়েছে ১ পয়েন্ট নিয়ে।


আমাদেরকাগজ/এইচএম