আন্তর্জাতিক ২৪ অক্টোবর, ২০২২ ০৭:২৩

নির্বাচন করতে বাধা নেই ইমরান খানের

ইমরান খান

ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান জাতীয় পরিষদের উপনির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালতের বিচারক। স্থানীয় সময় সোমবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ এ আদেশ দেন।

এসময় পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল খারিজ করেছে স্থানীয় হাইকোর্ট।
 
গত শুক্রবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় কোষাগারে উপহার দান সংক্রান্ত মামলায় সংসদ সদস্য হিসেবে ইমরান খানের পদ বাতিলের রায় দেয় নির্বাচন কমিশন। সে সময় খবর ছড়িয়ে পড়ে, পিটিআই চেয়ারম্যানের আগামী ৫ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে। সেদিনই এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ইমরান খান।

ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর আদালতের কাছে দ্রুত এই বিষয়ে শুনানি শুরুর আবেদন জানান। এ সময় আদালত, তাঁর কাছে জানতে চান কেন দ্রুত শুনানি করতে হবে। জবাবে আলী জাফর জানান—তাঁর ক্লায়েন্ট কুররামের উপনির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন। জবাবে বিচারপতি আতহার মিনাল্লাহ বলেন, ‘ওই নির্বাচনের জন্য অযোগ্য ঘোষিত হননি ইমরান খান।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘সবার জন্য একই মানদণ্ড অনুসরণ করা উচিত। তাই এই মামলায় কোনো তাড়াহুড়ো নেই।’ এ সময় আদালত আরও জানান, আদালত এই মামলার ওপর থেকে সব আপত্তি সরে গেলেই এর শুনানি আরম্ভ হবে।


আমাদেরকাগজ/এইচএম