দুর্যোগ ২৪ অক্টোবর, ২০২২ ০৬:২৬

উপকূলের কাছে সিত্রাং, সন্ধ্যা ৭টায় আঘাত

আমাদের কাগজ রিপোর্ট: ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে এটি উপকূল অতিক্রম শুরু করবে।

পায়রা সমুদ্রবন্দর থেকে সন্দ্বীপের মাঝামাঝি অংশ দিয়ে সিত্রাং বাংলাদেশে আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বিকেল সাড়ে ৫টার দিকে গণমাধ্যমকে বলেন, এটা (সিত্রাং) সন্ধ্যার পরেই আঘাত হানবে। ইতিমধ্যে ক্লাউড ছেড়ে দিয়েছে।

সন্ধ্যা থেকে ৮টার মধ্যে এটি উপকূল অতিক্রম শুরু করবে। তবে ঝড়ের কেন্দ্রটি রাত ১১ থেকে ১২টার মধ্যে আসবে।

তিনি জানান, সিত্রাং আঘাতের সময় গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। গতি কোনোভাবেই ১০০ কিলোমিটার অতিক্রম করবে না।

 

 

 

 

আমাদের কাগজ/টিআর