দুর্যোগ ২৩ অক্টোবর, ২০২২ ০৮:০৩

ঘণ্টায় ২০ কিমি গতিতে বরিশালের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গতি বাড়িয়ে সরাসরি বাংলাদেশের দিকে মুখ করে দ্রুতগতিতে এগোচ্ছে। নিম্নচাপটি আজ রাত নয়টার মধ্যে যেকোনো সময় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘণ্টায় ১৬ থেকে ২০ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি এলাকা দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। তবে ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির গতিমুখ সরাসরি বরিশালের দিকে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদরা বলছেন, গভীর নিম্নচাপটি আজ রাত ৯টার মধ্যে যেকোনো সময় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সে সময় এর গতিপথ পরিবর্তন হতে পারে। ঝড়ের সঙ্গে সৃষ্ট বিশাল মেঘের কারণে বাংলাদেশের উপকূলসহ অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এছাড়া আজ রাত থেকে আগামীকালের মধ্যে বৃষ্টি ও বাতাসের গতিবেগ বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, প্রাথমিকভাবে নিম্নচাপ থেকে নিম্নচাপ তৈরি হলে এর গতি কম ছিল। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে এটি বর্ধিত গতিতে বাংলাদেশের দিকে অগ্রসর হতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি আরও দ্রুত অগ্রসর হবে বলে মনে হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, চাঁদপুর, ফেনী, কক্সবাজার ও চট্টগ্রাম স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।


আমাদেরকাগজ/এইচএম