রাজনীতি ২৩ অক্টোবর, ২০২২ ০৭:১৪

আ.লীগ হিমালয় পর্বতের মতো রাজনৈতিক দল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ঠুনকো রাজনৈতিক দল নয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আওয়ামী লীগ হলো হিমালয় পর্বতের মতো একটি রাজনৈতিক দল। তাই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলতে গেলে নিজেদেরই হাত-পা ভেঙে যাবে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন জনগণের জীবনযাত্রাকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। এই বিএনপি বাংলা ভাই ও শায়খ আবদুর রহমান তৈরি করেছেন। এই বিএনপি রাজাকার আলবারকে এমপি-মন্ত্রী বানিয়েছে, শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলাও করেছেন এই বিএনপি।

তিনি বলেন, বিএনপি এখন রাস্তায় নামে এবং তারা বলে আওয়ামী লীগকে ধাক্কা দিলে পড়ে যাবে। আওয়ামী লীগ ঠুনকো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হলো হিমালয় পর্বতের মতো। যার নেতা ছিলেন বঙ্গবন্ধু। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলতে গেলে হাত-পা ভেঙে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। সারাদেশের মতো মানিকগঞ্জে মেডিকেল কলেজ, আড়াইশ বেড সদর হাসপাতাল, মা ও শিশু হাসপাতালসহ অসংখ্য ব্রিজ-কালর্ভাড ও রাস্তাঘাট নির্মান হয়েছে এবং প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ দিয়েছি।

তিনি বলেন, যেখানে বিদ্যুৎ থাকবেনা, খাবারের অভাব হয়ে যাবে। শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, সেই ধরনের বিএনপি সরকার আমরা আশা করি না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেটে বন্যায় দুর্ভোগে পড়েছে মানুষ। করোনায় মারা গেছে, মানুষ কাজ করতে পারেনি। যখন মানুষের পাশে দাঁড়ানোর সময় ছিল। বিএনপিকে তখন খুজে পাওয়া যায় নি। কিন্তু তখন শেখ হাসিনা মানুষের পাশে এগিয়ে গিয়েছেন।


আমাদেরকাগজ/এইচএম