আন্তর্জাতিক ২৩ অক্টোবর, ২০২২ ০৬:৩৩

সোমালিয়ায় হোটেলে বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার বন্দরনগী কিসমায়ুতে একটি হোটেলে বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন একটি বিস্ফোরক বোঝাই গাড়ি হোটেলটির গেট অতিক্রম করে ভেতরে ঢুকে পড়ে। পরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

কিসমায়ু থেকে ফারাহ মোহাম্মদ নামের একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, তাদের কাছে এখন পর্যন্ত তিন জন নিহত ও আট জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমালি ন্যাশনাল টেলিভিশন জানিয়েছে, নিরাপত্তা বাহিনী হোটেলে একটি "সন্ত্রাসী ঘটনা" মোকাবেলা করছে। আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল-শাবাব ঘটনার দায় স্বীকার করেছে।

ফারাহ মোহাম্মদ বলেন, যখন বিস্ফোরণ ও হামলা হলো, তখন হোটেলে একটি মিটিং চলছিল, যেখানে আল-শাবাবের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধের পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালে কিসমায়ুর অন্য একটি হোটেলে অনুরূপ হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছিল।


আমাদেরকাগজ/এইচএম