দুর্যোগ ২৩ অক্টোবর, ২০২২ ০৬:২৯

সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নেবে ‘সিত্রাং’

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার(২৩ অক্টোবর) রাতে বঙ্গোপসাগরে অবস্থান নেওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, উপকূলীয় ১৯টি জেলা ঝুঁকিপূর্ণ।

রোববার (২৩ অক্টোবর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার দুপুর ১২টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

তিনি বলেন, নিম্নচাপটি যদি উত্তর-পূর্ব দিকে টার্ন করে তাহলে যে গতিপথ দেখানো হয়েছে এটি একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা- উপকূলের ১৯ জেলায় আঘাত হানতে পারে। আর যদি এখন যে ডিরেকশন আছে, উত্তর-পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে এটি ভারতের ভুবনেশ্বর ও পশ্চিমবঙ্গে আঘাত হানবে। এখন পর্যন্ত এটাই আমাদের সর্বশেষ আপডেট।

মন্ত্রী বলেন, ‘আজ সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং আঘাত হানার সম্ভাব্য সময় মঙ্গলবার। সোমবার রাতের পর থেকে মঙ্গলবারের মধ্যে আমাদের উপকূলে আঘাত হানতে পারে। এটা সুপার সাইক্লোন হবে না। এটা সিভিয়ার সাইক্লোন পর্যন্ত হবে। গতিবেগ হবে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। এটা এখনো ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। সন্ধ্যায় রূপ নেবে। তখন এর নাম হবে সিত্রাং।’

যে ১৯ জেলায় আঘাত হানতে পারে ‘সিত্রাং’

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শরীয়তপুরে আঘাত হানতে পারে সিত্রাং।

আমাদের কাগজ//জেডআই