সারাদেশ ২৩ অক্টোবর, ২০২২ ০১:৪৬

গভীর কূপে মাটিচাপা পড়া শ্রমিককে ১০ ঘণ্টা পর উদ্ধার

রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা মহল্লার বাবুল দাসের বাড়ির টয়লেটের কুপ খনন করতে গিয়ে

২০ ফুট গভীরে আটকে পড়েন শ্রমিক আবু হাসান। ২০ ফুট গভীরে গলা পর্যন্ত মাটিচাপা পড়ে তার ওপর। এরপর ফায়ার সার্ভিসের ৫০ জন কর্মীর প্রায় ৮ ঘণ্টা চেষ্টায় জীবিত উদ্ধার করা হয় তাকে। দুর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর শনিবার রাত একটার দিকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, উপজেলার বালুয়াভাটা গ্রামের বাবলু দাসের বাড়িতে গতকাল সকালে আবু হাসানসহ চারজন শ্রমিক কূপ খনন করতে যান। বেলা ৩টা পর্যন্ত প্রায় ২০ ফুট খনন করেন। তখন ওপর থেকে বালু–মাটি ধসে পড়ে। এতে আবু হাসান গলা পর্যন্ত মাটিচাপা পড়েন। এ সময় অন্য তিন শ্রমিক ও আশপাশের লোকজন আবু হাসানকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল বিকেল ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে রংপুর জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কূপের চারপাশ থেকে মাটি সরিয়ে রাত একটা ৫ মিনিটে আবু হাসানকে জীবিত উদ্ধার করেন।

বদরগঞ্জ ফায়ারসার্ভিসের ষ্টেশন অফিসার(ভারপ্রাপ্ত)মিজানুর রহমান বেগ জানান, রংপুর,বদরগঞ্জ ও সৈয়দপুর ফায়ারসার্ভিসের দল অনেক চেষ্টার পর শ্রমিক আবু হাসানকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ও পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে ঘটনার ৭ঘন্টা পর নির্মান শ্রমিক আবু হাসানকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে ভাল আছে।

আমাদের কাগজ/ ইদি