সারাদেশ ২২ অক্টোবর, ২০২২ ০৯:৩৩

খুলনায় গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: খুলনায় দুই দিনের গণপরিবহন ও লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ২৪ ঘণ্টা ট্রলার বন্ধ রাখার সিদ্ধান্তও প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বিকেল থেকে ঘাটে ট্রলার চলাচল শুরু করেছে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, খুলনায় বিভাগীয় সমাবেশ ঠেকাতে এ হরতাল ডাকা হয়েছে। তবে কোনো বাধাই নেতা-কর্মীদের সমাবেশে আসতে বাধা দিতে পারেনি। নেতাকর্মীরা সকল বাধা অতিক্রম করে সমাবেশ সফল করেছেন। খুলনার সমাবেশে জনস্রোত সৃষ্টি হয়েছে। সমাবেশ শেষ এখন তারা আবার সব চালু করেছে। 

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, মালিকরা দুই দিন পরিবহন ধর্মঘট ডাকে। সেই ধর্মঘটে শ্রমিকরাও একাত্মতা প্রকাশ করে। শুক্রবার সকালে শুরু হওয়া এই ধর্মঘট চলে শনিবার দুপুর পর্যন্ত। দুপুরে পরিবহন চলাচল শুরু হয়। এখন বাস চলাচল স্বাভাবিক রয়েছে।  

রূপসা ঘাট মাঝি সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত বেপারী বলেন, আজ সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসক, মাঝি সমিতি, পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের দাবির বিষয়ে আশ্বস্ত হলে সন্ধ্যায় রূপসা ঘাট থেকে নৌকা ও ট্রলার চলাচল শুরু হয়। এখন যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।


আমাদেরকাগজ/এইচএম