দুর্যোগ ২২ অক্টোবর, ২০২২ ০৭:২১

মঙ্গলবার বাংলাদেশে আঘাত হানতে পারে ‘সিত্রাং’

আমাদের কাগজ  রিপোর্ট: আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। শনিবার (২২ অক্টোবর) ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর তথ্য জানিয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী সোমবার থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে দুই বঙ্গের উপকূলজুড়ে। মঙ্গলবার সকালে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের তিনকোনা আইল্যান্ড সন্দীপের মাঝে ঘূর্ণিঝড় সিত্রাং ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে আঘাত করতে পারে। তীব্র জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকায় নিচু এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

 

 

 

আমাদের কাগজ/টিআর