আমাদের কাগজ রিপোর্ট: আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। শনিবার (২২ অক্টোবর) ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) ও পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর এ তথ্য জানিয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী সোমবার থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে দুই বঙ্গের উপকূলজুড়ে। মঙ্গলবার সকালে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে ঘূর্ণিঝড় সিত্রাং ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে আঘাত করতে পারে। তীব্র জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকায় নিচু এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।
আমাদের কাগজ/টিআর