খেলাধুলা ১৭ অক্টোবর, ২০২২ ০৫:৩১

 ১৬১ রানের লক্ষ্য ব্যাট করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ১৬১ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানকে কম রানে বাধার সুযোগ ছিলো বাংলাদেশের, কিন্তু শেষ ২ ওভারে মোহাম্মদ নবীর ঝোড়ো ব্যাটিংয়ে  আফগানিস্তান চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। 

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। শুরু থেকে বেশ আঁটসাঁট বোলিং করে বাংলাদেশ। রান তুলতে বেশ সংগ্রাম করতে হয়েছে আফগান ব্যাটারদের। দলীয় ১৯ রানে মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে হজরতউল্লাহ জাজাইকে ফেরান তাসকিন আহমেদ। ১৬ বলে ১৫ রান জাজাই। দলীয় ৬২ রানে রহমতউল্লাহ গুরবাজকে আউট করেন সাকিব আল হাসান। আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৭ রান গুরবাজ।

এরপর দ্রুতই ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। একে একে আউট হন দারউশ রাসুলি (১২), ইব্রাহিম জাদরান (৪৬) ও নাজিবুল্লাহ জাদরান (৫)। তবে ইনিংসের শেষ দিকে আফগান অধিনায়ক নবীর ঝোড়ো ব্যাটিংয়ে খেই হারান বাংলাদেশের বোলাররা। ১৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন নবী।

৪ ওভারে ২৪ রান ২ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। ফেরার ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিজের শেষ ওভারে নবীর কাছে বেধড়ক পিটুনি খেয়ে ৪ ওভারে ৪৬ রান খরচ করেন সাকিব। দুটি উইকেট নেন বাংলাদেশ অধিনায়ক। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়ার পথে তাসকিনের খরচ ৩০ রান।

 

আমাদের কাগজ//টিএ