খেলাধুলা ১৫ অক্টোবর, ২০২২ ১০:১৬

বৃষ্টির কারণে শঙ্কায় টি-টোয়েন্টি

ক্রীড়া ডেস্ক: বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার শঙ্কায় রয়েছে শুরুর বেশ কিছু ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের অষ্টম আসরে কিছুটা দুঃসংবাদ দিলো অস্ট্রেলিয়ার আবহাওয়াবিদরা।

রোববার শুরু টি-টোয়েন্টি বিশ্ব আসর। মেগা ইভেন্ট দেখতে আগ্রহ ও উদ্দীপনা নিয়ে মুখিয়ে আছেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী। এ উপলক্ষে এরইমধ্যে সব দলের অধিনায়ক মিলিত হয়েছেন এক জায়গায়। অফিশিয়াল ফটোসেশনে একই ফ্রেমে ধরা পড়েন সবাই। 

এদিকে ক্রিকেট মহাযজ্ঞের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া, প্রস্তুত আইসিসিও। কিন্তু দেশটির আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, টুর্নামেন্টের প্রথম তিনদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, মাসজুড়েই বৃষ্টি চলবে বলেও জানিয়েছেন তারা। এতে বেশ কিছু বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দেখা যেতে পারে।

সূচি অনুযায়ী, প্রথম দিন শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া। আর গিলংয়ে দ্বিতীয় ম্যাচ খেলবে আরব আমিরাত এবং নেদারল্যান্ডস। পরদিন ১৭ অক্টোবর সোমবার মাঠে নামবে স্কটল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে। আর ১৮ অক্টোবর মঙ্গলবার খেলবে নামিবিয়া-নেদারল্যান্ডস এবং শ্রীলংকা-আরব আমিরাত। তাই প্রথম তিনদিন বৃষ্টির হানায় পরিত্যক্ত হয়ে যেতে পারে এই ৬টি ম্যাচ।

আমাদের কাগজ//জেডআই