সারাদেশ ১৪ অক্টোবর, ২০২২ ০৮:৫০

হাতির পিঠে বরের আগমন

ধামইরহাট প্রতিনিধি: প্রায় ৬ কিলোমিটার পথ হাতির পিঠে চড়ে পাড়ি দিয়েছেন বর। নওগাঁর ধামইরহাটে এ ঘটনা ঘটে। এমন দৃশ্য দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমিয়েছে বিয়েবাড়িতে।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সদর এলাকা থেকে উমার ইউনিয়নের বেলঘড়িয়া নামক গ্রামে বিয়ে করতে যান রাসেল নামে এই যুবক। এতে প্রায় শতাধিক বরযাত্রী উৎসবমুখর পরিবেশে বিয়ে বাড়িতে অংশগ্রহণ করেন।

রাসেল মাহমুদ আলমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাসেল তার দাদার খুব প্রিয়। তার দাদার ইচ্ছা ছিল নাতিকে রাজকীয়ভাবে বিয়ের করাবেন। ওই ইচ্ছা পূরণ করতে রাজকীয় বিয়ের আয়োজন করা হয়। বিয়েবাড়িতে এক সপ্তাহ ধরে চলে প্রস্তুতি। ৫০ হাজার টাকায় হাতি ভাড়া করে আনা হয়েছে। আত্নীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের দাওয়াত করে হচ্ছে বড় অনুষ্ঠান। চলছে হৈ-হুল্লোড় ও ভূরিভোজ।

আমাদের কাগজ//জেডআই