স্বাস্থ্য সেবা ১৪ অক্টোবর, ২০২২ ০৭:০৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩১০ জন

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

আমাদের কাগজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাড়াল ২ হাজার ৭১৫ জনে। 

শুক্রবার (১৪ অক্টোবর) সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তিদের মধ্যে ১৯৭ জন ঢাকার বাসিন্দা। আর ১১৩ জন রোগী ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ৯১৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ভর্তি আছেন ৭৯৯ জন।

বছরের শুরু থেকে শুক্রবার (১৪ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন ২৩ হাজার ৫৯২ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৭৯৪ ডেঙ্গু রোগী।

আমাদের কাগজ//জেডআই