অর্থ ও বাণিজ্য ১১ অক্টোবর, ২০২২ ০২:৩৩

ঊর্ধ্বমুখী সূচকে পুঁজিবাজারের লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মঙ্গলবার (১১ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছে লেনদেন। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ২১ পয়েন্ট।

ডিএসইতে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও লেনদেনে দেখা দিয়েছে ধীরগতি। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৩ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ডিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৯৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৫৪টির দাম।

একই অবস্থায় লেনদেন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম ঘণ্টায় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩২ হাজার ৭৮০ টাকা।

আমাদের কাগজ//জেডআই