সারাদেশ ৯ অক্টোবর, ২০২২ ০৫:৪৬

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে একটি হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।

রোববার  (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের কক্স ওশান হোটেলে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার মো. সোলেমানের ছেলে আবুল কাশেম (৪৫) ও কক্সবাজার শহরের জেল গেইট এলাকার আব্দুল মোনাফের ছেলে নুরুল হুদা ওরফে জাম্বু (২৪)।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মোহাম্মদ রুবেল বলেন, নির্মাণাধীন পানির সেপটিক ট্যাংকে তিনিসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় আবুল কাশেম ট্যাংকের ভেতরে পরিষ্কার করতে নামার সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধারের জন্য ট্যাংকে নামেন নুরুল হুদা। এ সময় তিনিও অচেতন হয়ে পড়েন। এরপর তাদের দুইজনকে উদ্ধারে মোহাম্মদ হাবিবুর রহমান নামের আরেক শ্রমিক ট্যাংকে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন।

মোহাম্মদ আব্দুল্লাহ জানান, কক্স ওশান হোটেলটি মেরামত করা হচ্ছিল। কর্তৃপক্ষ আবু এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। ওই প্রতিষ্ঠানের হয়ে শ্রমিকরা আজ সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসে। সেসময় নিচে নেমে অক্সিজেন সংকটের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়।

অন্যদিকে, কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, সৌদি প্রবাসী মোস্তাক আহমদের নির্মাণাধীন ভবনের একটি সেপটিক ট্যাংকে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় তিনজন শ্রমিক অচেতন হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

 

টিআর