খেলাধুলা ৯ অক্টোবর, ২০২২ ১০:৫০

নিউজিল্যান্ডের 'বাংলাওয়াশ' সিরিজ

টাইগারদের টিকে থাকার লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক: আজ ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে সাকিব বাহিনীর সামনে জয়ের বিকল্প নেই। সিরিজে টিকে থাকার মিশনে বাংলাদেশকে জয়ী হতেই হবে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

দীর্ঘ ভ্রমণ ক্লান্তির জন্য পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। নিউজিল্যান্ড কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গতকাল শনিবার  অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক সাকিব। তার অন্তর্ভুক্তিতে নিঃসন্দেহে দলের ব্যাটিং ও বোলিং-উভয় বিভাগেই শক্তি বাড়বে।

কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ম্যাচে টাইগারদের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন জাতির এই টি-২০ টুর্নামেন্টে দল যাচাই-বাছাই করতে আজ সৌম্য সরকারকে দেখা যেতে পারে ওপেনার হিসেবে। ওপেনিং জুটিতে রান হচ্ছে না বলে টিম ম্যানেজমেন্ট মেক-শিফট ওপেনার খেলাচ্ছে। কিন্তু মেহেদী হাসান মিরাজ কিংবা সাব্বির রহমানরা আস্থার প্রতিদান দিতে পারছেন না। তাই ছন্দে না থাকার পরও হার্ড ও বাউন্সি উইকেটে ভালো খেলার রেকর্ডস রয়েছে বলে নিয়ে গেছেন সৌম্যকে। আজ একাদশে তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। তার আগে শেষ বেলার প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। টুর্নামেন্টে এর মধ্যে বাংলাদেশ খেলে ফেলেছে একটি ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে হেরেছে ২১ রানে। আজকের প্রতিপক্ষ উইলিয়ামসন বাহিনীও হেরেছে বাবর আজমের পাকিস্তানের কাছে ৬ উইকেটে। যে নতুন পরিকল্পনায় শ্রীধরন শ্রীরাম দল নিয়ে এগোচ্ছেন, তার ছিটেফোঁটা দেখা যায়নি পাকিস্তান ম্যাচে। শুধু ইতিবাচক মানসিকতায় ব্যাটিং করেছেন লিটন দাস ও ইয়াসির আলী রাব্বি। বাকিদের কেউই খোলস ভেঙে বেরোতে পারেননি। তাসকিন আহমেদ ও নাসুম পরিকল্পিত বোলিং করেছেন। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আজ পাকিস্তান ম্যাচের ভুলগুলো শুধরে নিতে চান নুরুল হাসান সোহান।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেটের আচরণ ছিল ব্যাটিং সহায়ক। সেই উইকেটে পাকিস্তানকে ২০ ওভারে ১৬৭ রানে আটকে রাখে। ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের সংগ্রহ ছিল ১৪৬ রান। ইয়াসির ও লিটন ছাড়া আর কোনো ব্যাটারই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে ব্যাটিং করতে পারেননি। লিটন ৩৫ রানের ইনিংস খেলেন ২৬ বলে। আফিফ ২৫ রান করেন ২৩ এবং শেষ দিকে ইয়াসির আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন। আজ ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সাকিবের নেতৃত্বে কতটা ইতিবাচক ক্রিকেট খেলে, সেটাই দেখার বিষয়।