শিক্ষা ৮ অক্টোবর, ২০২২ ০৮:৫৬

রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলসমূহ

জেলা প্রতিনিধি, কুমিল্লা:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে রোববার (৯ অক্টোবর) থেকে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী।

তিনি বলেন,  বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভায় সিদ্ধান্ত অনুযায়ী রোববার দুপুর ১২টায় হল খুলে দেওয়া হবে। শুধু আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। অনাবাসিক শিক্ষার্থীদের ব্যাপারে হল প্রশাসন পরে সিদ্ধান্ত নেবে। তবে বন্ধ থাকবে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত হওয়া পরীক্ষা। 

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর রাতে কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উভয়পক্ষ অস্ত্র হাতে ক্যাম্পাসে মহড়া দেয়। মারধরের ঘটনাও ঘটে। ক্যাম্পাসে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে গত ২ অক্টোবর হল বন্ধ করে সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আমাদের কাগজ//জেডআই