আইন ও আদালত ৮ অক্টোবর, ২০২২ ০২:৫৮

টেকনাফ সীমান্ত থেকে কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

নাফ নদী এলাকা এবং হোয়াইক্যং চেকপোস্ট থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

নাফ নদী এলাকা এবং হোয়াইক্যং চেকপোস্ট থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা প্রতিনিধি:

প্রায় সাড়ে ১১ কোটি টাকার বেশি মূল্যের আইস এবং ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন তারা।

শনিবার(৮ অক্টোবর) ভোরে উপজেলার নাফ নদী এলাকায় এবং হোয়াইক্যং চেকপোস্ট থেকে এসব মাদক উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

কর্নেল খালিদ বলেন, শনিবার ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি দল নাফ নদী এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় টহলদল দুইজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে তাদের থামার জন্য নির্দেশ দেয়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায় তারা। পরে ওই প্লাস্টিকের ব্যাগটিতে তল্লাশি করে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

জব্দ করা এসব মাদককের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

এছাড়া সকাল ৫টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। জব্দ করা মাদক এবং ইজিবাইকের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা বলে জানান খালিদ।

আমাদের কাগজ//জেডআই