রাজনীতি ৮ অক্টোবর, ২০২২ ০১:৪৮

‘স্বেচ্ছা কারাবরণ’ কর্মসূচি গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানায় নেতাকর্মী আটকের প্রতিবাদে আজ শনিবার ‘স্বেচ্ছা কারাবরণ’কর্মসূচির ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির সদস্যসচি নুরুল হক এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

গণঅধিকার পরিষদ জানিয়েছে, শনিবার বেলা ১১টায় পল্টন থেকে এই কর্মসূচি শুরু হয়। সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ থানায় যাবেন নুরুলের দল ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার তিন বছরপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদের’ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে স্মরণসভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। ছাত্রলীগ নেতাকর্মীরা স্মরণসভায় হামলা করেন। একপর্যায়ে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। হামলায় ছাত্র অধিকার পরিষদের কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হন।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে গিয়েও তাদের পেটায় ছাত্রলীগ। বিকেলে হাসপাতাল থেকে পরিষদের কমপক্ষে ২০ নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা-পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হয়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যান ছাত্র অধিকারের নেতাকর্মীরা। সেখান থেকে পুলিশ এই নেতাকর্মীদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।


আমাদের কাগজ//টিএ