আন্তর্জাতিক ৮ অক্টোবর, ২০২২ ১০:০৬

ফুটবল মাঠে আবারও মৃত্যু দেখলো বিশ্ব

নিজস্ব প্রতিবেদক

আর্জেটিনার লীগ ফুটবলে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন। বৃহষ্পতিবার ( ৬ অক্টোবর) জিমনেসিয়া এবং বোকা জুনিয়র্সের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে।

ম্যাচ চলাকালীন সময়ে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।  এতে পুলিশের নিক্ষেপ করা টিয়ার গ্যাসের প্রভাবে ম্যাচ বাতিল  করা হয়। তাড়াহুড়া করে স্টেডিয়াম থেকে বের হতে গিয়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে এক সমর্থকের মৃত্যু ঘটে। জিমনেসিয়ার ফুটবলার লিয়োনার্দো মোরালেস বলেন, আমার দু-বছরের ছেলে শ্বাস নিতে পারছিল না। যারা দর্শকাসনে ছিল তাদের জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম। একটা ফুটবল ম্যাচ খেলতে এসে দেখছি আত্মীয়রা মৃত্যুর মুখে, এটা দেখতে কার ভালো লাগে?

জানা যায়, পুরো স্টেডিয়াম দর্শকপূর্ণ থাকলেও জিমনেশিয়ার সমর্থকরা জোরপূর্বক স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করে  এবং তাদের আটকাতে পুলিশ রাবার বুলেট এবং টিয়ার শেল গ্যাস ব্যাবহার করে।পুলিশের নিক্ষেপ করা টিয়ার গ্যাস স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে যার ফলে স্টেডিয়ামে উপস্থিত থাকা সমর্থক এবং প্লেয়ারদের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হতে শুরু করে।৯ মিনিট পরই ম্যাচটা বাতিল ঘোষণা করা হয়। টিয়ার গ্যাস থেকে বাঁচতে দর্শকরা আতঙ্কিত হয়ে  মাঠে নেমে আসে। প্লেয়ারদের নাক মুখ ডেকে ড্রেসিং রুমের দিকে দৌড়াতে দেখা গেছে।

এ ঘটনায় হতাশা ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। টুইটারে দেয়া বার্তায় তারা লিখেছে, এএফএ এই ধরনের ঘটনার নিন্দা জানাচ্ছে। পাশাপাশি ফুটবলের চেতনাকে কলঙ্কিত করার মতো এ ধরনের ঘটনা নির্মূলে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

 

আমাদের কাগজ//টিএ