খেলাধুলা ৭ অক্টোবর, ২০২২ ০১:৪৩

 বাংলাদেশের হার দিয়ে ‘বাংলাওয়াশ’শুরু

নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানের হারতে হলো বাংলাদেশকে। ২০ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশের তুলে ১৪৮ রান। 

ব্যাট করতে নেমে বাংলদেশর শুরুটা ভালোভাবেই করেছিলো। ওপেনিং জুটিতে মেহেদী হাসান ও সাব্বির রহমান স্কোর বোর্ডে তুলেন ২৫ রান। দুই ওপেনার হারনোর ধাক্কাটা লিটন-আফিফের ৫০ রানের জুটিতে ভালোভাবে সামলে ওঠেছিলো বাংলাদেশ।  ২৬ বলে ৪টি চার ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন লিটন। লিটনের উইকেট হারানোর পরই ব্যাটিং বিপর্যয়ে পরে লাল সবুজের প্রতিনিধিদের ।

মোসাদ্দেক হোসেন ০ রানে বিদায় নেন। এরপর আফিফ হোসেনও ফেরেন দলকে তিন অঙ্কে নেওয়ার আগেই। অধিনায়ক নুরুল হাসানও ফেরেন একটু পরেই। ১০১ রানে ৬ উইকেট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। 

এরপর ১১৯ রানে যখন তাসকিন আহমেদ আর নাসুম আহমেদও ফিরলেন, তখন বিশাল হারের শঙ্কাতে পড়ে গিয়েছিল দল। তবে এরপর ইয়াসির আলির ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন।

 

আজকের কাগজ//টিএ