অপরাধ ও দুর্নীতি ৯ মার্চ, ২০২১ ১১:২৭

চালকের নির্দেশেই এই কাজ করেছে হেলপার

ডেস্ক রিপোর্ট

ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী নারীর কাছে ভাড়া না থাকায় বাসের ভেতরে প্রথমে তাকে নাজেহাল করেন হেলপার নাহিদ। এরপর বাসের চালক সবুজের নির্দেশনায় চলন্ত বাস থেকে তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়।

মঙ্গলবার (০৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর সফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

গত ৭ মার্চ সকালে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন কোনাখোলা এলাকায় এন মল্লিক পরিবহনের একটি বাসে (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৩-১৫২১) ওঠেন বাকপ্রতিবন্ধী এক নারী। চলন্ত বাসেই ভাড়া নিয়ে ওই নারী যাত্রীকে হেনস্থা করে বাসের হেলপার নাহিদ। একপর্যায়ে রোহিতপুরে এসে বাসের চালক সবুজের নির্দেশনায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী ওই নারীকে ছুড়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী গুরুতর আহত হন। ঘটনার পর তার স্বজনরা কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার (০৯ মার্চ) দিনগত রাতে কেরানীগঞ্জের ধলেশ্বর সাকিন কুচিয়ামারা এলাকায় অভিযান চালিয়ে বাসের চালক সবুজ (২৫) ও হেলপার নাহিদকে (১৯) কেরানীগঞ্জ কোনাপাড়া থেকে গ্রেফতার করা হয়। এ সময় এন মল্লিক পরিবহন বাসটিও জব্দ করে র‌্যাব-১০।  

অভিযানে তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, নগদ ৮০০ টাকা ও ১টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ভুক্তভোগী নারী বাকপ্রতিবন্ধী হওয়ার তার চলাচলে ভাড়ার বিষয়টি পরিবহন কর্তৃপক্ষ সিথিল রেখেছিল। কিন্তু বাসে ওঠার পর ভুক্তভোগীর কাছে ভাড়া না থাকায় বাকবিতণ্ডার মাধ্যমে নাজেহাল করে চলন্ত বাস থেকে তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়।