সারাদেশ ৬ মার্চ, ২০২১ ১২:০৭

পোশাকচোর চক্রের ৮ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রপ্তানি পোশাক চোর চক্রের ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে কোটি টাকার রপ্তানিজাত চোরাই পোশাকসহ একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার (৫ মার্চ) রাত ১০ টায় কুমিল্লার চান্দিনা উপজেলার কাশিমপুর এলাকা থেকে এ চক্রটিকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন জয়নাল আবেদীন (৪০), মোঃ মাসুম বিল্লাহ (২৭), মোঃ রিয়াজ (২৮), মোঃ আহাম আলী (৪৫), মোঃ জমির আলী (৬৫), মোঃ মোশারফ হোসেন (৪০), মোঃ দিদারুল আলম (২৮) ও মোঃ রাশেদ (২৬)। শনিবার (৬ মার্চ) দুপুর ৩ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গাজীপুর জেলার বাসন থানাধীন টেলিপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরীর রপ্তানিজাত পোশাক ভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। এসময় পথে একটি সংঘবদ্ধ চোরচক্র চুরি করার উদ্দেশে চান্দিনার কাশিমপুর বাগুসি সাকিনস্থ মো. আবুল কালাম শামীম এর বড় গোডাউন ঘরের ভিতরে কাভার্ডভ্যান থেকে কৌশলে কার্টুন খুলে অভিনব কায়দায় চুরি করে। এ সময় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কোটি টাকার রপ্তানিজাত চোরাই পোশাকভর্তি ১টি কাভার্ডভ্যান উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।