অর্থ ও বাণিজ্য ৬ মার্চ, ২০২১ ১০:৫০

ভারতে স্বর্ণের বাজারে ধ্বস

ইন্টারন্যাশনাল ডেস্ক

বিশ্ব বাজারের সাথে ভারতের স্বর্ণের বাজারেও বিশাল ধ্বস। ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪,৩৪৪ রুপিতে। যা বিগত ১০ মাসেরও বেশি সময় সোনার সবথেকে কম দাম।

স্বর্ণের মতো একইভাবে কমেছে রুপোর দামও। এক কেজি রুপোর দাম ০.৮৩ শতাংশ কমে হয়েছে ৬৫,৩৭১ রুপি।

গত বছর ভারতীয় বাজারে ৭ আগস্ট ১০ গ্রাম সোনার দর রেকর্ড ৫৬,২০০ রুপিতে পৌঁছে গিয়েছিল। তারপর থেকে ক্রমশ সোনার দাম অনেকটা নীচে নেমেছে। আপাতত রেকর্ডের দরের তুলনায় সোনার দাম প্রায় ১২,০০০ রুপি বা ২১ শতাংশের বেশি কমেছে। অর্থাৎ ১০ মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে স্বর্ণের দর।

উল্লেখ্য, বিশ্ব বাজারে দু'শতাংশ পড়েছে স্বর্ণের দাম। যা বিগত নয় মাসে সর্বনিম্ন। গত বছর আগস্টে এক আউন্স সোনার দাম ২,০১০ ডলারে পৌঁছে গিয়েছিল। তারপর থেকে ১৫ শতাংশ কমেছে দাম। বিশেষজ্ঞদের মতে, ১,৫০০ ডলারের স্তরে নেমে যাওয়ার পর স্থায়ী হতে পারে সোনা।

সূত্র : হিন্দুস্তান টাইমস।