সারাদেশ ৫ মার্চ, ২০২১ ১১:৪৮

কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট

পশ্চিমাঞ্চল রেলওয়ে জোনের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের অদূরে মালিবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। মালবাহী ট্রেন ওয়াগনগুলো নিয়ে আমনূরা থেকে রাজবাড়ি যাচ্ছিল।

শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তদন্ত কমিটিতে পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডলকে আহ্বায়ক করা হয়েছে।  

অন্য চার সদস্য হলেন-পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোহাম্মদ নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এস এম রাজিব বিল্লাহ, পাকশী বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজওয়ান উর রহমান।  

পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল জানান, ঈশ্বরদী লোকোসেড থেকে বিকেল সোয়া ৩টায় রিলিফ ট্রেন ও রেলওয়ের উদ্ধার কর্মী দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছেছে। চেষ্টা চলছে দ্রুত সময়ে দুর্ঘটনায় ভারী ওয়াগনগুলো সরিয়ে বিকল্প রেললাইনে ট্রেন চলাচল সচল করার জন্য।  

এর আগে শুক্রবার (০৫ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেল রুটের কুষ্টিয়া মিলপাড়া ঘোরলাইন এলাকায় বগিগুলো লাইনচ্যুত হয়।