ব্রিটেনের চেয়ে সামরিক শক্তিতে বিভিন্ন ক্ষেত্রে ইরান এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি গ্রুপের তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে যুক্তরাজ্যের জনপ্রিয় পত্রিকা ‘ডেইলি এক্সপ্রেস’।
শনিবার পত্রিকাটির একটি প্রতিবেদনে দু দেশের সামরিক শক্তির তুলনামূলক একটি চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যাচ্ছে বিভিন্নি ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনী ব্রিটিশ বাহিনীর চেয়ে শক্তিশালী।
এতে বলা হয়, দু দেশের সামরিক শক্তির তুলনা করলে দেখা যাচ্ছে- সেনাসংখ্যা, ভূমি, নৌশক্তি ও জ্বালানি শক্তির বিচারে ব্রিটেন ইরানের চেয়ে পিছিয়ে রয়েছে।
এতে আরও বলা হয়, যেসব সাধারণ মানদণ্ডের ভিত্তিতে সম্ভাব্য সামরিক শক্তি তুলনা করা হয় তার বেশিরভাগ ক্ষেত্রে ব্রিটেনের চেয়ে ইরান ভালো অবস্থানে আছে।