সারাদেশ ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১০:২৩

ফরিদপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

ডেস্ক রিপোর্ট

ফরিদপুরের সালথা উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন

বৃহস্পতিবার সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে

স্থানীয়রা জানান, বুধবার উপজেলার শিহিপুর গ্রামের ইউসুফ মাতুব্বরের সমর্থক খোকন মাতুব্বরের পুরি-সিঙাড়া ভাজার চুলা ভেঙে দেয় প্রতিপক্ষ কোহিনুর মাতুব্বরের সমর্থক বাসার মাতুব্বর

এরই সূত্রধরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সময় ১৫ থেকে ২০ বাড়িঘর হামলা চালিয়ে ভাঙচুর করে এতে উভয় দলের অন্তত ৩০ জন আহত হন

আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

সালথা থানার ওসি সুব্রত গোলদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বিষয়ে অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে