জাতীয় ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৩৬

উন্নত জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

উন্নত রাষ্ট্রের সঙ্গে উন্নত জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক . হাছান মাহমুদ

তিনি বলেন, শুধু বস্তুগত উন্নয়ন নয়, আমরা চাই একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি গড়ে তুলতে উন্নত রাষ্ট্রের সঙ্গে উন্নত জাতি গড়তে পারলেই আসল উন্নয়ন হবে ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ তারা উভয় বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে এই কাজটি করতে পারে

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনের হলরুমে বিজনেস ইনসাইডার পত্রিকার উদ্বোধনী আয়োজনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী

তিনি বলেন, বিজনেস ইনসাইডার পত্রিকাটি সমাজ এবং ব্যবসার জন্য আশা করি ভালো হবে ব্যবসাভিত্তিক এই ধরনের পত্রিকা কম এখন মানুষকে আশাবাদী করতে হবে এটি রাষ্ট্রের জন্যও প্রযোজ্য রাষ্ট্রের আশা-আকাঙ্ক্ষা না থাকলে সেটি এগোতে পারে না তাই জাতিকে আশাবাদী করতে হবে গত ১০-১২ বছরে আমাদের গ্রোথ তুলে ধরে, আগামী দিনের আকাঙ্ক্ষা নিয়ে, সমস্যার দিক বিবেচনা করে, ডিসিশন মেকারদের জন্য উপযোগী করে কাজ করতে হবে তবেই দেশ বিনির্মাণে অবদান থাকবে

. মাহমুদ বলেন, কাজ করলে সমালোচনা আসবেই সেগুলো নিয়ে নিজেকে বিশ্লেষণ করে এগোতে হবে বাংলাদেশ এখন অনেক এগিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে করোনা প্রতিরোধে টিকা কার্যক্রমে বাংলাদেশ প্রথম সারা বিশ্বে এই অবস্থান ২৫তম টিকা নিয়ে যারা সমালোচনা করেছেন, তারাও এখন টিকা নিচ্ছেন সমালোচকদের মুখে চুনকালি দিয়ে টিকা কার্যক্রম সফল হয়েছে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস ইনসাইডার মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান গোলাম হোসাইন, ব্যবস্থাপক শেখ সাদি, সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ

সময় তারা জানান, দেশের ব্যবসা খাতের যাবতীয় খবর তার বিশ্লেষণ নিয়ে বিজনেস ইনসাইডার এতে যেমন ব্যবসার খবর ছাপা হবে, তেমনি ব্যবসায়ীদেরও আর প্রাধান্য দেওয়া হবে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের