আন্তর্জাতিক ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:০১

ফ্রান্সের তুলুজে স্থায়ী শহীদ মিনার উদ্বোধন

ইন্টারন্যাশনাল ডেস্ক

ফ্রান্সের তুলুজ শহরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধন হয়েছে ফ্রান্সের প্রথম স্থায়ী শহীদ মিনার

কোভিড ১৯ এর কারণে সীমিত পরিষরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের অনুমূতি দেয় স্হানীয় প্রশাসন
শহীদ মিনারের উদ্বোধন করেন তুলুজ শহরের মেয়র জন লোক মুদান, তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদ মিনারের প্রতিষ্ঠাতা ফকরুল আকম সেলিম

এছাড়াও, আয়েবার মহাসচিব ওয়াল্ড বাংলাদেশ এসোসিয়েশন প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ, বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের কর্মকর্তা মাহবুবুর রহমান এবং ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষে জানা মার্টিন সহ তুলুজের কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

উদ্বোধন শেষে স্থানীয় প্রবাসীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান
শহীদ মিনারের প্রতিষ্ঠাতা তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফকরুল আকম সেলিম বলেন, 'তুলুজ শহরের বুকে বাংলাদেশিদের অমর একুশের স্থায়ী শহীদ মিনার নির্মাণ এটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে'

আয়েবার মহাসচিব ওয়াল্ড বাংলাদেশ এসোসিয়েশন প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ বলেন , 'এই শহীদ মিনার উদ্বোধনের মধ্য দিয়ে তুলুজবাসীদের দীর্ঘ দিনের স্বপ্ন আশা আকাঙ্খার বাস্তবায়ন হয়েছে '