আন্তর্জাতিক ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০৪:১০

যে কারণে বেলারুশে কারাগারে দুই নারী সাংবাদিক

ডেস্ক রিপোর্ট

পূর্ব ইউরোপের বেলারুশে প্রেসিডেন্টবিরোধী আন্দোলনের ভিডিও ধারণ করার অভিযোগে পোল্যান্ডভিত্তিক টিভি নিউজ চ্যানেল বেলসাতের দুই নারী সাংবাদিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে বেলারুশের একটি আদালত

প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে আন্দোলন চলাকালীন ভিডিও ধারণ করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেফতার হওয়া দুই নারী সাংবাদিক হলেন- ক্যাটেরিনা আন্দ্রেইয়েভা (২৭) দারিয়া চোলসোভা (২৩)

ওই দুই নারী সাংবাদিককে গত নভেম্বর মাসে একটি এ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয় তারা এক বিক্ষোভকারীর হত্যাকাণ্ডের ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদ সমাবেশের ভিডিও ধারণ করেছিলেন

গ্রেফতারের পর দুই নারী সাংবাদিকই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান তাদের কাছ থেকে একটি ভিডিও ক্যামেরা, একটি মাইক্রোফোন, মোবাইল ফোন, ফ্ল্যাশ ড্রাইভ প্রেস জ্যাকেট জব্দ করে আদালতে প্রমাণ হিসেবে তোলা হয়

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) শুনানিতে এই দুই সাংবাদিকই হাতকড়া পরা অবস্থায়ভিচিহ্ন দেখিয়েছেন এদিকে, দুই নারী সাংবাদিকের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সাংবাদিকদের জন্য নিউইয়র্ক-ভিত্তিক কমিটি কর্তৃপক্ষকে ওই দুই নারী সাংবাদিকের বিরুদ্ধেঅযৌক্তিকঅভিযোগ প্রত্যাহার নিঃশর্ত মুক্তির আহ্বান জানায়