বিনোদন ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৩

টিভির পর্দায় ‘জীবন থেকে নেয়া’

বিনোদন ডেস্ক

একটি দেশ,একটি সংসার, একটি চাবির গোছা, একটি আন্দোলনকালজয়ী ঐতিহাসিক ছবিজীবন থেকে নেয়া পোস্টারে এমন লেখাই ছিলো

এমনটা দেখে কেউ কেউ মনে করতে পারেন, বাঙালি মধ্যবিত্ত পরিবারের কোনো সাদামাটা একটি গল্পকে কিংবদন্তী নির্মাতা জহির রায়হান তার চলচ্চিত্রে তুলে ধরেছেন সিনেমাটি ছিলো পারিবারিক গল্পের আবহে রাষ্ট্রের অধিকার আদায়ের গল্প স্বাধিকার আদায়ের গল্প আরো খোলাসা করে বললে, মুক্তিযুদ্ধের পটভূমির গল্প যেখানে স্বৈরশাসকের ভূমিকায় দেখানো হয়েছে প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী রওশন জামিলকে

জহির রায়হান নির্মিত কালজয়ী এই ছবিটি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবারও সম্প্রচার করবে চ্যানেল আই এর পর্দায়

২১ ফেব্রুয়ারির ঠিক একদিন আগে (শনিবার) বিকেল ৩টা মিনিটে দেখানো হবে কালজয়ী এই বাংলা ছবিটি যার পরিচালক প্রযোজক জহির রায়হান ছবির কাহিনি লিখেছেন যৌথভাবে আমজাদ হোসেন জহির রায়হান চিত্রনাট্য লিখেছেন জহির রায়হান

ছবিতে মূল চরিত্রে রওশন জামিল ছাড়াও অভিনয় করেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, আনোয়ার হোসেন, খান আতাউর রহমান, আমজাদ হোসেন, শওকত আকবর, বেবি জামান প্রমুখ ছবির বেশির ভাগ গানের সুরকার খান আতাউর রহমান ১৯৭০ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি