অপরাধ ও দুর্নীতি ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৫৫

মৎস্য ঘেরে গাঁজা চাষ করেন ইউপি সদস্য

ডেস্ক রিপোর্ট

পিরোজপুরের নাজিরপুরে এক ইউপি সদস্যের মৎস্য ঘের থেকে চাষ করা গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘের থেকে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করে

জানা গেছে, উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল খানের মালিকানাধীন মৎস্য ও সবজি ঘেরে চাষ করা ১৪টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ ঘের মালিক বাবুল খান ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক

বৃহস্পতিবার দুপুরে পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, সাইফুল হোসেনের নেতৃত্বে একটি দল এই সব গাঁজা গাছ উদ্ধার করে

নাজিরপুর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই জমিতে গাঁজা চাষের খবর পাই সেখানে গিয়ে দেখা যায়, সবজির সাথে গাঁজা চাষ করা হচ্ছে সেখানে অভিযান চালিয়ে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়

স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা মো. এহসানুল কবির তুহিন জানান, ইউপি সদস্য বাবুল খানের ওই জমিতে দীর্ঘ দিন ধরে গাঁজা চাষ হচ্ছে তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তার ওই জমিতে যাওয়ার সাহস পায় না গত ২/৩ দিন আগেও সে কিছু গাঁজা গাছ কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে