বিনোদন ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৩১

বঙ্গবন্ধুর বায়োপিক

তাজউদ্দীনের চরিত্রে রিয়াজ

বিনোদন ডেস্ক

বাংলাদেশ ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমাবঙ্গবন্ধুএখন আলোচনায় বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় মুম্বাইতে চলছে শুটিং সেখানে অবস্থান করছেন বাংলাদেশের অধিকাংশ তারকা অভিনেতা অভিনেত্রী প্রতিদিনই আসছে সিনেমা সংক্রান্ত নানা আপডেট

বঙ্গবন্ধুচলচ্চিত্রে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছেন তাজউদ্দীন আহমদ যে চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে অফিশিয়ালি নির্বাচন করা হয়েছিলো চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে কিন্তুকিছু টেকনিক্যালকারণে শেষ পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য এই সিনেমায় থাকছেন না তিনিহঠাৎ বৃষ্টিছবির এই তারকা অভিনেতার পরিবর্তেবঙ্গবন্ধুচলচ্চিত্রে তাজউদ্দীন আহমদ চরিত্রটি পর্দায় রূপদান করছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেবঙ্গবন্ধুচলচ্চিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী আজ বৃহস্পতিবার তিনি জানান, কিছু টেকনিক্যাল কারণে তাজউদ্দীন আহমদের চরিত্রটি করতে পারছেন না চিত্রনায়ক ফেরদৌস সে চরিত্রটি রিয়াজ করছেন

তিনি আরও জানান, এরইমধ্যে মুম্বাই গিয়ে একটি লটের কাজ শেষ করে এসেছেন রিয়াজ বাকি অংশ পরবর্তীতে বাংলাদেশে শুটিং হবে

উল্লেখ্য, তাজউদ্দীন আহমদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত দক্ষতা সফলতার সাথে পালন করেন স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও তিনজন জাতীয় নেতাসহ তাকে বন্দি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয় সেখানেই ১৯৭৫ সালের নভেম্বর বন্দি অবস্থায় ঘাতকের বুলেটে তিনি নিহত হন ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ মেধাবী মানুষ ছিলেন এই নেতা