শিক্ষা ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৪৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ মানববন্ধন করেছে।

আজ বুধবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন "মৃত্যুঞ্জয়ী মুজিব" ম্যুরালের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন রেজওয়ানুল ইসলাম, জিকে সাদিক, আবদুর রউফ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের উপর হামলার সাহস পায় কিভাবে? আমরা ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সারাদেশে বারবার শিক্ষার্থীদের উপর হামলা হলেও প্রতিবারই প্রশাসন নির্বিকার চিত্তে এড়িয়ে যায়। কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তি নিশ্চিত করেছে এমন নজির নেই। বিচারহীনতার পরিবেশ থেকে আমাদের সরে আসতে হবে। রাষ্ট্র প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেন বলে জানা গেছে।