সারাদেশ ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০১:৪৬

ভাগলপুরে হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল

ডেস্ক রিপোর্ট

ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ৭৩৭নং এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে কুলিয়ারচর স্টেশন ছেড়ে বাজিতপুরের ভাগলপুর এলাকায় পৌঁছানোর পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ট্রেনের চালক অনেক চেষ্টা করেও ত্রুটি মেরামতে ব্যর্থ হয়।

পরে আখাউড়া ষ্টেশন থেকে বেলা ১২টার দিকে অন্য একটি ইঞ্জিন এনে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি টেনে পেছনের স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে বিভিন্ন স্টেশনে আটকা পড়া বিভিন্ন ট্রেন নিজ নিজ গন্তব্যে ছেড়ে যায়। ৩ ঘণ্টা পর ময়মনসিংহ ও ভৈরবের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

যাত্রীরা জানান, টেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় ট্রেনটি এখানে প্রায় তিন ঘণ্টা যাবত আটকে পড়ে। একদিকে সময় মত আমরা গন্তব্যে পৌঁছাতে পারছিলাম না। অপরদিকে বাচ্চাদের নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়।

 কুলিয়ারচর স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর এক্সপ্রেস কুলিয়ারচর ছেড়ে বাজিতপুরে প্রবেশের পূর্বে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে ৩ ঘণ্টা পর আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এসে বিকল হত্তয়া ইঞ্জিনসহ ট্রেনটি কুলিয়ারচরে ফিরিয়ে আনা হয়। এসময় ভৈরব রেলস্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ও মানিকখালী স্টেশনে নাসিরাবাদ এক্সপ্রেস আটকে পড়ে। পরে কুলিয়ারচর থেকে এগারো সিন্ধুর ট্রেনটি দুপুর ২ টায় ৪ ঘণ্টা বিলম্বে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।