বিনোদন ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৫

কোনালের সাথে গাইবেন ১০ দেশের শিল্পীরা

বিনোদন ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জার্মান সংগীত পরিচালক রবার্ট বার্থার সংগীত পরিচালনায় তৈরি হয়েছে ‘থ্রু দ্য টাইগার্স আই’ শিরোনামে একটি গান। যে গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী কোনাল।

জানা যায়, তার সঙ্গে জার্মান, স্পেন, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, মাল্টা, ব্রাজিল ও পোলান্ডের দশজন শিল্পী কণ্ঠ দিয়েছেন। প্রত্যেকেই তাদের গানে বাংলাদেশকে তুলে ধরেছেন। গানটিতে রয়েছে চার লাইনের বাংলা। ওই চার লাইন লিখেছেন কোনাল নিজেই। পুরো প্রকল্পের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যানিয়েল সেইডল।

কোনাল মনে করেন, বাংলাদেশ নিয়ে এমন একটি আন্তর্জাতিক কাজের অংশ হতে পারা গর্বের ব্যাপার। তিনি বলেন, কাজটা করে খুব ভালো লেগেছে। তারা চেয়েছিলেন “কনসার্ট ফর বাংলাদেশ”র মতো কিছু একটা করতে। তারপর তৈরি হলো এই গান। নানা দেশের সব শিল্পীর সঙ্গে পরিচিত হলাম। সামনে আমরা আরও কাজ করব আশা করি।

গানের উদ্যোক্তা রবার্ট বার্থার জানান, আমার খুব কাছের একজন বন্ধু ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করে। সেই সুবাদে আমারও কিছু বাংলাদেশি বন্ধু হয়ে যায়। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি নিয়ে অনেক কিছুই জানি। এই দেশের মানুষ আর কৃষ্টিকে ভালোবাসি। বাংলাদেশের স্বাধীনতার অর্ধশত বছর পূর্তি উপলক্ষে গানটি করে খুব ভালো লেগেছে।