খেলাধুলা ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:১০

অশ্বিনের ঘূর্ণিতে অসহায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় টেস্টের মাত্র দুইদিন শেষ হল, কিন্তু বলায় যায় খেলার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে এরই মধ্যেই চিপকে ভারত চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতবে বটেই, কত রানে জিতবে এখন সেটাই দেখার বিষয় আর কতটা লড়াইয়ের ক্ষমতা আছে জো রুটদের, সেটাও বোঝা যাবে

গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারী) দ্বিতীয় দিনে উইকেট পড়ল মোট ১৫টা প্রথম দিনের ৩০০/ থেকে আর মাত্র ২৯ রান যোগ করে ভারত ইংল্যান্ড ব্যাট করতে নেমে স্পিনের জালে জড়িয়ে যায় মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস ফের ব্যাট করতে নেমে ৫৪ রান করে দিন শেষ করে ভারত আউট হয়েছেন শুধুমাত্র শুভমন গিল এখনই ২৪৯ রানে পিছিয়ে ইংল্যান্ড

আজ সোমবার খুব সম্ভবত চা-বিরতি পর্যন্ত ব্যাট করে অশ্বিন-অক্ষরদের ঘূর্ণির সামনে ফেলে দেওয়া হবে জো রুটদের কিংবদন্তি সুনীল গাভাস্কার রসিকতা করে বলেছেন, ৪০০ রানের লিড নিলে ইংল্যান্ডের পক্ষে দুই ইনিংসেও তা তোলা সম্ভব না

জো রুটদের ১৩৪ রানে অলআউট করতে মুখ্য ভূমিকা নিলেন সেই অশ্বিন ৪৩ রানে উইকেট নিলেন তিনি ইশান্ত শর্মা ২টি, অক্ষর প্যাটেল ২টি এবং একটি নিলেন মহম্মদ সিরাজ ইংলিশ শিবিরের উইকেটকিপার ব্যাটসম্যান বেন ফোকসই (অপরাজিত ৪২) একমাত্র আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করলেন বাকিরা অসহায় আতমসমর্পণ করে ফিরে গেলেন