সারাদেশ ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪৭

তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিলের দাবি

ডেস্ক রিপোর্ট

প্রতারক এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাতিলের দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলা শহীদ মিনারের সামনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়

মানবন্ধন প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, অর্থের বিনিময়ে -মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করার পায়তারা করছে একটি অসাধু চক্র যাচাই বাছাইয়ে মুক্তিযোদ্ধারা যাদের ভুয়া বলে নিশ্চিত করে এবং -মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয় দুর্নীতি করে তাদেরকেই তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টা করছে বলে জানান নম্বর সাব-সেক্টরের মুক্তিযোদ্ধারা

তারা অভিযোগ করে বলেন, ভুয়াদের বাতিলের দাবিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ভুয়াদের নাম বাতিল করার নির্দেশ দেন কিন্তু মন্ত্রণালয়ের সুপারিশ অমান্য করেই হচ্ছে এসব দুর্নীতি

সমাবেশে মুক্তিযোদ্ধারা ভুয়াদের নাম প্রত্যাহার করা না হলে রাষ্ট্রীয় সব সংবর্ধনা সম্মাননা বর্জনসহ আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী মো. রৌজ আলী, সাবেক ডেপুটি কমান্ডার গীয়াস উদ্দীন, বীর মুক্তিযোদ্ধ আব্দুল বারিক, সজাফর আলী, মোহাম্মদ আলী, ধনমিয়া, আবু তাহেরসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধারা

এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি খসরু ওয়াহিদ চৌধুরী, সহ-সভাপতি আলী নুর রেজা শামায়ুন কবির, সদস্য শোয়েব আখন্দ, আশরাফুল, কামাল হোসেন, মজিবুর রহমানসহ উপজেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা