চাকুরীর খবর ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:২৮

এইচএসসি পাসেই বিজিবিতে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়ে সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে পারেন আপনিও বিজিবি ৯৭তম ব্যাচেসিপাহী (জিডি)’ পদে পুরুষ মহিলা নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আবেদন করতে পারেন

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)

ব্যাচের নাম: ৯৭তম ব্যাচ

পদের নাম: সিপাহী (জিডি)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানে ন্যূনতম জিপিএ .০০ এবং এইচএসসি/সমমানে জিপিএ .৫০

শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ফুট ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফুট ইঞ্চি সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং উপজাতিদের জন্য ৪৭.১৭৩ কেজি সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং উপজাতিদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি

সাধারণ মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ফুট ইঞ্চি এবং উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফুট সাধারণ মহিলা প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং উপজাতিদের জন্য ৪৩.৫৪৪ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি

1

দৃষ্টিশক্তি: পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই / হতে হবে

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)

বয়স: ২২ আগস্ট ২০২১ তারিখে বয়স ১৮ থেকে ২৩ বছর

বেতন: ,০০০-২১,৮০০ টাকা এছাড়া অন্যান্য সুবিধা রয়েছে

আবেদনের নিয়ম: টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ইংরেজিতে এসএমএস পাঠানোর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন

আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২১ রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন

বিস্তারিত: আবেদন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে www.bgb.gov.bd ভিজিট করুন

ভর্তির তারিখ স্থান: এসএমএসের মাধ্যমে জানানো হবে