খেলাধুলা ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৩২

বোলারদের ঘূর্ণিতে লণ্ডভণ্ড ক্যারিবীয় শিবির

স্পোর্টস ডেস্ক

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুক্রবার দ্বিতীয় দিনের শেষ বিকালে ৭১ রানে ৪ উইকেট হারায় টাইগাররা।

শুক্রবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া বাংলাদেশ ইনিংসের শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। ৬ উইকেটে ২৮১ রান করা বাংলাদেশ এরপর ৫ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। লিটন দাস, নাইম হাসান, মেহেদী হাসান মিরাজ ও আবু জায়েদ রাহীরা একের পর এক আউট হলে ২৯৬ রানে অলআউট বাংলাদেশ।

১১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ঢাকা টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে মাত্র ৫৪ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় দুই দল। ১৫ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় ৪ উইকেট। আর ৩৯ রানে টপঅর্ডার ৩ ব্যাটসম্যানের উইকেট হারায় উইন্ডজ।

তৃতীয় দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ৪১ রান। স্বাগতিক বাংলাদেশের চেয়ে ১৫৪ রানে এগিয়ে উইন্ডিজ।

ব্যাট হাতে ৫৭ রান করার পর বল হাতে নিয়েই প্রথম ওভারে সাফল্য পান মিরাজ।