বিনোদন ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০৫:০৮

অটোচালকের মেয়ে মিস ইন্ডিয়া রানারআপ

বিনোদন ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের কুশিনগরের মেয়ে মান্য ওমপ্রকাশ সিং। সেই মেয়ে ভিএলসিসি মিস ইন্ডিয়া রানারআপ। দারিদ্র্যর সঙ্গে লড়াই করে তার এই অর্জনের পেছনের গল্প অনেকেরই অজানা। সম্প্রতি সেই গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের সঙ্গে নিজেই শেয়ার করলেন মান্য।

সে পোস্ট থেকে জানা গেছে, তার বাবা উত্তর প্রদেশের কুশিনগরের একজন অটোচালক। দিনরাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে স্বপ্ন সত্যি করার জন্য লড়ে গেছেন মান্য। ভাগ্য সবসময় তার সহায় ছিল না। কোনও দিন খেতে পেতেন, তো কোনও দিন অনাহারেই কেটেছে মান্যর। মা নিজের সঞ্চিত সমস্ত গয়না বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচ মিটিয়েছেন। বিকেলে লোকের বাড়িতে বাসনমাজার কাজ। রাতে কল সেন্টারে কাজ। টাকা বাঁচাতে মাইলের পর মাইল হেঁটে কাজের জায়গায় পৌঁছাতেন তিনি।

ফেমিনা মিস ইন্ডিয়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মান্য জানান, মা, বাবা, ভাইয়ের মুখ উজ্জ্বল করতেই তিনি এভাবে লড়াই করে গেছেন। নিঃসন্দেহে, মান্য ভারতের তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের অন্যতম অনুপ্রেরণা হয়ে উঠলেন। শত প্রতিকূলতা থাকলেও, স্বপ্ন দেখতে ভোলেননি তিনি। তার এ পরিশ্রমী তাকে আজ প্রতিষ্ঠিত করেছে।

সূত্র : আজকাল