ডেস্ক রিপোর্ট
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নারীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম জেলা জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রান্তে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, জাতীয় মহিলা সংস্থান চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীর লালিত স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতা ফাউন্ডেশন নির্মাণ করেছেন। নারীর দক্ষতা, যোগ্যতা ও ক্ষমতায়নের জন্য তৃণমূলে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা রেখেছেন। নারীর দক্ষতা উন্নয়নের জন্য জেলাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীরা এখন স্বাবলম্বী হতে শিখেছে। পরিবার ও সমাজে নারীরা সিদ্ধান্ত নিতে পারছেন। সর্বত্র নারীর গ্রহণযোগ্যতা বেড়েছে। নারীরা আমাদের সমাজে সমানতালে এগিয়ে যাচ্ছে। নারীরা এখন বাংলাদেশের উন্নয়নের সহযোদ্ধা।
অনুষ্ঠানে বিভিন্নক্ষেত্রে সফলতার জন্য ৫৪ জন নারীকে জয়িতা হিসেবে সম্মাননা জানায় চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন। তাদের সনদ ক্রেস্ট ও সম্মানী দেওয়া হয়।
৫৪ জনের মধ্য থেকে সফল জননী হিসেবে চট্টগ্রামের মনোয়ারা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কুমিল্লার সুফিয়া আক্তার, অর্থনীতিতে রাঙামাটির জয়শ্রী ধর, সমাজ উন্নয়নের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার তাছলিমা খানম এবং বিভীষিকাময় নারী হিসেবে লক্ষীপুরের শিরিণ আক্তারকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়।