আইন ও আদালত ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪৬

সেই পেট্রোলবোমা হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্ট

মাগুরার চাঞ্চল্যকর পেট্রোল বোমা হামলায় শ্রমিক নিহতের ঘটনার মামলার বাদীর জবানবন্দী জেরার মাধ্যমে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।

বিএনপি জামায়াতসহ ২০ দলের অবরোধ চলাকালে গত ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় করা মামলায় বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ ফারজানা ইসলামের আদালতে মামলার বাদী পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) আব্দুল সালাম হাজির হয়ে সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলু জানান, বুধবার মামলার স্বাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে মামলার বাদী এএসআই আব্দুল সালাম আদালতে হাজির হয়ে জবানবন্দী দেন।

এসময় আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এর মাধ্যমে চাঞ্চল্যকর মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হলো। আগামী ১০ মার্চ পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য হয়েছে।

মামলার বিষয়ে এ্যাডভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলু জানান, মামলায় চার্জভুক্ত আসামিরা হচ্ছেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, জেলা জামাতের সাবেক আমীর আলমগীর হোসেনসহ ২৩ জন।