জাতীয় ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:০৬

টিকা নিলেও সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের টিকা নিলেও সবাইকে মাস্ক পরার নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন

প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন যারা নিচ্ছেন, তাদেরকেও কিন্তু মাস্ক পরে থাকতে হবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে যতক্ষণ পর্যন্ত সারা বিশ্ব থেকে করোনাভাইরাস দূর না হয় ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে নিজের জন্য বা অন্যেও জন্য এটা দরকার বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন

বিএনপি নেতৃত্ব শূন্যতার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সমর্থন বৃদ্ধির প্রতিফলন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখা গেছে

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা যত বক্তৃতা দিক আর যত কথাই বলুক না কেন বিএনপির নেতৃত্বের অভাব রয়েছে সাজাপ্রাপ্ত পলাতক আসামী যখন একটা দলের নেতা তখন তাদের ওপর মানুষের আস্থা বিশ্বাস কিছুই থাকেনা সেই বিশ^াস আস্থা এখন আর তাদের প্রতি জনগনের নেই আস্তে আস্তে সেই জায়গাটা সরে গেছে

আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষ আওয়ামী লীগের কাছ থেকে যেহেতু সেবা পেয়েছে, দেশের উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের কল্যাণ হচ্ছে কাজেই স্বাভাবিকভাবেই দেশের মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগ অর্জন করেছে যার প্রতিফলনা আমরা দেখলাম আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে

প্রধানমন্ত্রী বলেন, মানুষ এখন আন্তরিকভাবে ভোট দিচ্ছে এখন ইভিএম মাধ্যমে ভোট হচ্ছে যেখানে কারচুপি করার কোন সুযোগ নাই যার যার ভোট সে নিজে দিতে পারে

অতীতের নির্বাচনকালীন প্রহসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১০টা হোন্ডা ২০টা গুন্ডা নির্বাচন ঠান্ডা’-সেদিন আর এখন নেই বা ভোট বন্ধ থাকলেও একজনকে নির্বাচিত ঘোষণা করা হলো- সেদিনও নেই তিনি বলেন, মেয়র নির্বাচনে কমিশনারদের মধ্যে কখনো কখনো গোলমাল হয়, সেটা আলাদা