সোশ্যাল মিডিয়া ২৮ জুলাই, ২০১৯ ১২:০৫

ইউটিউবকে ‘কয়েক হাজার কোটি’ টাকা জরিমানা

শিশু বিষয়ক নিরাপত্তা আইন ভঙ্গ করায় ইউটিউবকে ‘কয়েক হাজার কোটি’ টাকা জরিমানা করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। দেশটির দ্য ফেডারেল ট্রেড কমিশনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

ইউটিউব শিশুদের রক্ষায় কীভাবে কাজ করছে, সেটি নিয়ে বেশ কয়েক মাস ধরে তদন্ত করে আসছিল দ্য ফেডারেল ট্রেড কমিশন। শুক্রবার তারা গুগলের এই ভিডিও দেখার ওয়েবসাইটের সঙ্গে একটি সমঝোতায় আসে। সিদ্ধান্ত হয়েছে তাদের জরিমানা দিতে হবে।

কিন্তু ঠিক কত টাকা জরিমানা করা হয়েছে, সেটি জানাতে পারেনি ওয়াশিংটন পোস্ট। ট্রেড কমিশন বলছে, সংখ্যাটা কয়েক হাজার কোটি টাকায় দাঁড়াবে।

তদন্তে দেখা গেছে, ১৩ বছর বয়সের কম ব্যবহারকারীর বিভিন্ন ডেটা সংগ্রহ করেছে ইউটিউব। চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন আইন অনুযায়ী যেটি ‘অপরাধ’।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেড কমিশনের তিনজন রিপাবলিকান সদস্য এই সমঝোতার সঙ্গে একমত পোষণ করেছেন। দুইজন বিরোধিতা করেন।

শিশুদের প্রাইভেসি রক্ষায় গুগল ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। শিশু বিষয়ক সব কনটেন্ট ইউটিউব কিডসে নেওয়া হয়েছে। শিশুদের সঙ্গে যায় না এমন ৮ লাখ ভিডিও চলতি বছর ওয়েবসাইটটি রিমুভ করেছে।