বিনোদন ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৫৫

কেন মাত্র ৬০ দিনে শেষ হল সালমানের ছবির কাজ

বিনোদন ডেস্ক

বলিউড ভাইজান সালমান খানের সিনেমা মানেই হিট। চলতি বছর এ অভিনেতার হাতে রয়েছে একাধিক সিনেমা। ইতমধ্যে শেষ হয়েছে তার অভিনীত নতুন ছবি 'অন্তিমে'র কাজ। আর এটি সালমান শেষ করেছেন মাত্র ৬০ দিনে।

গত বছরের দিওয়ালিতে পুনেতে ‘অন্তিম’ এর শুটিং শুরু হয়। পরে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ছবিটির কাজে নেমে পরেন সালমান খান। টানা শুটিং করে মাত্র ৬০ দিনে মহেশ মাঞ্জরেকর পরিচালিত গ্যাংস্টার ড্রামা ‘অন্তিম’ এর কাজ শেষ করলেন বলিউডের এই সুপারস্টার। এ সিনেমায় সালমান খানকে দেখা যাবে শিখ পুলিশের চরিত্রে এবং তার বোনের স্বামী আয়ুশ শর্মা হাজির হবেন গ্যাংস্টার চরিত্রে।

গত ১০ বছরে সালমান যে কটি ছবির শুটিং শেষ করেছেন তার মধ্যে এটিই ছিলো সহজ। মোট ৬০ দিনের মধ্যে তিনি প্রায় ৩০ থেকে ৩৫ দিনের জন্য শুটিং করেছেন এবং কয়েক দিনের কিছু প্যাচওয়ার্ক এখনও বাকি রয়েছে যা যথাসময়ে সম্পন্ন হবে।

জানা গেছে, ‘টাইগার থ্রি’ ও ‘পাঠান’-এর শুটিংয়ের জন্যই ‘অন্তিম’-এর কাজ দ্রুত শেষ করেছেন সাল্লু।

সালমান খানকে বলা হয় বক্স অফিস ‘হিট মেশিন’। ‘দাবাং’ সিরিজের আগের দুটি ছবি এর উদাহরণ। ২০১০ সালে ‘দাবাং’ প্রায় ১৩৯ কোটি রুপি আয় করে। ২০০২ সালে ‘দাবাং টু’ ছাড়িয়ে যায় প্রথম ছবিকেও। এই ছবি ১৫৫ কোটি রুপি আয় করেছে। তাই ‘দাবাং থ্রি’ যে আগের দুটি ছবিকে ছাড়িয়ে যাবে, সেই আশা মোটেই উচ্চাকাঙ্ক্ষা নয়। এখন দেখার বিষয়, বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারে সালমান অভিনীত 'অন্তিম' সিনেমাটি।