আন্তর্জাতিক ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:১৬

জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান করল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি (বিডা), বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটি (বেজা), জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সম্মিলিত উদ্যোগে অনলাইনেবাংলাদেশ বিজনেস সেমিনার’ (ওয়েবিনার) অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার জাপান দূতাবাস থেকে পরিচালিত সেমিনারে জাপানি বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন

তথ্য অধিদফতরের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, ওয়েবিনারে বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তিনি বলেন, এশিয়ায় বাংলাদেশের অন্যতম রফতানি গন্তব্য জাপান এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান সরকার বিনিয়োগকারীদের জন্য নানাবিধ আর্থিক -আর্থিক প্রণোদনাও প্রদান করছে বলে তিনি উল্লেখ করেন তিনি জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে আরও অধিকহারে বিনিয়োগের আহ্বান জানান

আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব . আহমদ কায়কাউস বিনিয়োগ গন্তব্য হিসেবেবাংলাদেশ বাংলাদেশে ব্যবসার পরিবেশবিষয়ক উপস্থাপনা প্রদান করেন বিডার শাহ মাহবুব বেজার মুস্তাফিজুর রহমান

বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী জাপানি ব্যবসায় প্রতিষ্ঠান সুমিতমো স্পেশাল ইকোনমিক জোন (সেজ) সংক্রান্ত, এবং হোন্ডা মন্সটারল্যাব থেকে বাংলাদেশে ব্যবসায় পরিচালনায় তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন যথাক্রমে চিহারু তাগাওয়া, হিমিহিকো কাতসুকি মাজুকি নাকায়ামা, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া ছাড়া বাংলাদেশে জাপানি ব্যবসায় প্রতিষ্ঠানের গতিধারা কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করেন জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্দো

আলোচকরা বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগের সোনালী গন্তব্য হিসেবে আখ্যায়িত করেন