শিক্ষা ২ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৫৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সফট লোন বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের করোনা মহামারির সময়ে সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সহযোগিতার অংশ হিসেবে স্মার্টফোনের জন্য সুদবিহীন লোন বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে

ডাক বিভাগের ডিজিটাল লেনদেননগদ’-সার্ভিসের মাধ্যমে লোনের ৪৮,০৮০০০/- (আটচল্লিশ লক্ষ আট হাজার) টাকা ইতোমধ্যে শিক্ষার্থীদের নগদ একাউন্টে বিতরণ সম্পন্ন হয়েছে

উল্লেখ্য, সুদবিহীন সফ্ট লোনের জন্য প্রাথমিকভাবে ৮৮৮ জন শিক্ষার্থী আবেদন করে চূড়ান্তভাবে তাদের মধ্যে ৬০১ জন শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছে প্রত্যেক শিক্ষার্থীকে সফট লোন হিসেবে ,০০০/- (আট হাজার) টাকা দেওয়া হয়েছে, যা তাদেরকে চূড়ান্ত সনদ গ্রহণের পূর্বেই সর্বোচ্চ চারটি কিস্তির মাধ্যমে দিয়ে পরিশোধ করতে হবে

এদিকে সফট লোনের টাকা দিয়ে ক্রয়ক্রিত স্মার্টফোনের ক্রয় রশিদ আগামি ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখের মধ্যে স্ব-স্ব বিভাগীয় প্রধানের নিকট শিক্ষার্থীদের জমা দিতে বলা হয়