শিক্ষা ২ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২২

জাবি ছাত্রলীগগের তিন দফা দাবি

ডেস্ক রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল তিন কার্যদিবসের মধ্যে খুলে দেওয়ার তারিখ শিক্ষা কার্যক্রমের বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্যসহ তিন দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্মারকলিপি গ্রহণ করেন।

তাদের বাকি দুইটি দাবি হলো- আবাসিক হল খুলে দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে অফিস কার্যক্রম তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিনে উন্নীত করা।

স্মারকলিপি দেওয়ার সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বায়েজিদ রানা, সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার এশা, গ্রন্থণা প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার, নাট্য বিতর্ক সম্পাদক রতন বিশ্বাস, উপ-দপ্তর সম্পাদক এম মইনুল হোসাইন রাজন, ইসমাঈল হোসাইন, এনামুর রহমান, সাইফুল ইসলাম, কানন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।